সিরিয়ায় আসাদ সরকারের অনুগতদের বিরুদ্ধে অভিযান; ৩০০ ব্যক্তি গ্রেফতার
https://parstoday.ir/bn/news/event-i145398-সিরিয়ায়_আসাদ_সরকারের_অনুগতদের_বিরুদ্ধে_অভিযান_৩০০_ব্যক্তি_গ্রেফতার
সিরিয়ার নয়া শাসকগোষ্ঠী চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর তার প্রতি অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৩০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:১০ Asia/Dhaka
  • সিরিয়ায় আসাদ সরকারের অনুগতদের বিরুদ্ধে অভিযান; ৩০০ ব্যক্তি গ্রেফতার

সিরিয়ার নয়া শাসকগোষ্ঠী চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর তার প্রতি অনুগত ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৩০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ খবর দিয়েছে লন্ডন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর। এটির প্রধান রামি আব্দুর রহমান গতকাল (রোববার) বলেছেন, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্ক ও এর উপকণ্ঠগুলো থেকে প্রায় ৩০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া, হোমস, হামা, তারতুস, লাতাকিয়া ও দেইর আজ-জোরেও আটকাভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক সরকারি সোর্স, সরকারপন্থি যোদ্ধা, সাবেক সৈন্য ও নিচু পদের সামরিক কর্মকর্তা। 

আটকাভিযান এখনও চলছে জানিয়ে আব্দুর রহমান বলেন, তবে এখন পর্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। প্রভাবশালীদের মধ্যে শুধুমাত্র সামরিক আদালতের বিচারক জেনারেল মোহাম্মাদ কাঞ্জু হাসানকে আটক করা হয়েছে বলে তিনি জানান। তার বিরুদ্ধে সেদনাইয়া কারাগারে আটক বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করার অভিযোগ রয়েছে।

এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাও জানিয়েছিল, চলতি সপ্তাহে হামা ও লাতাকিয়া থেকে আসাদপন্থি যোদ্ধাদের বিরুদ্ধে আটকাভিযান চালানো হয়েছে। এসব অভিযানে অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করারও দাবি করা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস এক আকস্মিক অভিযান চালিয়ে গত ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে নেয় এবং দেশটির ওপর আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করে।  নভেম্বরের শেষ দিকে তারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অভিযান শুরু করে এবং অবিশ্বাস্য গতিতে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দখল করে নেয়। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০