ইসরাইলের কাছে এখনই সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন
(last modified Mon, 30 Dec 2024 08:06:39 GMT )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৪:০৬ Asia/Dhaka
  • জেরেমি করবিন
    জেরেমি করবিন

ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরাইলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বে সমালোচনা উঠেছে তখন জেরেমি করবিন এই আহ্বান জানালেন।

গতকাল (রোববার) এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়ার গ্রেপ্তারের ছবি শেয়ার করেছেন। পোস্টে করবিন বলেন, “এই একটি মাত্র ছবিতেই আমরা ফিলিস্তিনি জনগণের মানবতার শক্তি এবং গণহত্যায় সহযোগীদের নৈতিক দুর্বলতা দেখতে পাচ্ছি। এখনই ইসরাইলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন।”

গাজায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বহুসংখ্যক আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটিশ মানবাধিকার সংগঠন দফায় দফায় উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরাইল ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে এবং ৪৫ হাজার ৫০০’র বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়া, সেখানকার প্রায় সমস্ত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র ধ্বংস করেছে। এই আগ্রাসনে ইসরাইল ব্যাপকভাবে মার্কিন ও ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে। যদিও ব্রিটেনের বর্তমান সরকার ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ব্যাপারে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে যে অস্ত্র এখনও ইসরাইলে পাঠানো হচ্ছে তা গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯