১২ জানুয়ারি সমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএম'র
https://parstoday.ir/bn/news/event-i145470-১২_জানুয়ারি_সমাবেশ_ও_প্রচার_আন্দোলনের_ডাক_সিপিআইএম'র
ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য কমিটি 'এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দ্রব্যমূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারেরও কর্মসূচিও  দিয়েছে দলটি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • ১২ জানুয়ারি সমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএম'র

ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য কমিটি 'এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দ্রব্যমূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারেরও কর্মসূচিও  দিয়েছে দলটি।

রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠকের পর আজ (মঙ্গলবার) সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পক্ষ থেকে  বিবৃতিতে ঐ কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

১২ জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে সরকার ‘এক দেশ, এক ভোট’ ব্যবস্থা কার্যকর করতে সংসদে বিল পেশ করেছে। সংসদীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে আক্রমণকারী এই পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে আন্দোলন ও প্রচার শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে হলে আরও ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করা হবে। অথচ ঐ দিনের ছুটির বাতিল করেছে রেলমন্ত্রী। বিজেপির এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হওয়ার ডাক দিয়েছে রাজ্য কমিটি।

তাছাড়া রাজ্যসভায় বিআর আম্বেদকরেরের প্রতি অমিত শাহের অবমাননাকর মন্তব্যের বিরদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ আরও বেগবান করার ডাক দিয়েছে সিপিএম রাজ্য কমিটি।#

পার্সটুডে/জিএআর/৩১