নীরব এইচএস নেতা জুলানি
সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানক গবেষণকেন্দ্রে হামলা চালালো ইসরাইল
সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, , আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আল-সাফিরা শহরের উপকণ্ঠে ইসরাইলি বাহিনী প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েক দফা হামলা চালায়।
স্থানীয় লোকজন ওই এলাকায় বিশাল বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে বড় অগ্নিকাণ্ড এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার কাছে ইসরাইলি বাহিনীর অতিরিক্ত বিমান হামলার খবর পাওয়া গেছে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শামের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন এলাকায় ঘন ঘন হামলা চালিয়ে আসছে। কিন্তু হায়াতে তাহরির আশ-শামের নেতা আবু জুলানি বা অন্য কেউ কোনো প্রতিবাদ করেছন না বরং তারা বার বার বলছেন- ইসরাইলের সাথে তাদের কোনো বিরোধ নেই। অথচ ইসরাইল প্রায় নিয়মিত সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে ফেলেছে।#
পার্সটুডে/এসআইবি/৩