জেনারেল সোলায়মানির শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান
প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান: রাষ্ট্রদূত
পশ্চিম এশিয়ায় ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমিনি।
তিনি গতকাল (শুক্রবার) ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানির পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমিনি বলেন, শহীদ জেনারেল সোলায়মানি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশেষ করে লেবাননের প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জেনারেল সোলায়মানির অনন্য ভূমিকা ছিল। এ অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র নস্যাত করতে তিনি রাজনৈতিক ও সামরিক অঙ্গণে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। তবে এই কমান্ডারের শাহাদাতের পর তার প্রদর্শিত পথচলা থেমে থাকেনি বরং অব্যাহত রয়েছে।
প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের ব্যাপারে ইরানের অবস্থানে পরিবর্তন এসেছে বলে যে জল্পনা ছড়িয়ে দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার পর এ ধরনের কানাঘুষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আমিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগীরা ইরানের বিরুদ্ধে এ ধরনের গুজব ছড়াচ্ছে। ইরান যদি প্রতিরোধ ফ্রন্টের প্রতি সহযোগিতা বন্ধ করতে চাইত তাহলে ৪৫ বছর ধরে এই ফ্রন্ট গড়ে তুলত না।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন। মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।