ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি রাষ্ট্রদূত
পোপ ফ্রান্সিসকে যিশু খ্রিষ্ট সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য উপহার
খ্রিষ্টানদের কাছে যিশু খ্রিষ্ট হিসেবে পরিচিত আল্লাহর নবী হযরত ঈসা (আ.) সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচিত কিছু বক্তব্য সম্বলিত একটি ফলক পোপ ফ্রান্সিসকে উপহার দিয়েছেন ভ্যাটিকানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ হোসেইন মোখতারি।
গতকাল (শনিবার) ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ফলকটি তুলে দেন ইরানি রাষ্ট্রদূত।
ফলকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর যেসব বক্তব্য স্থান পেয়েছে তাতে বলা হয়েছে, আল্লাহর এই মহান নবী জালিম ও নির্যাতনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। একটি বক্তব্যে সর্বোচ্চ নেতা বলেন, “যদি হযরত ঈসা (আ.) আজ আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে তিনি বিশ্বের আধিপত্যকামী ও জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিন্দুমাত্র দেরি করতেন না। বৃহৎ শক্তিগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শত শত কোটি মানুষের দারিদ্র ও অসহায়ত্ব তিনি মেনে নিতেন না।”
ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ীর বক্তব্যে খ্রিষ্টধর্মের অনুসারীদের জন্য উল্লেখযোগ্য ও হৃদয়গ্রাহী বার্তা রয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি গাজাসহ ফিলিস্তিন পরিস্থিতি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
সাক্ষাতে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার উষ্ণ অভিনন্দন ইরানের সর্বোচ্চ নেতাকে পৌঁছে দেয়ার জন্য ইরানি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৫