‘ইসরাইলের সমর্থনকারীদের মুখে ইরানবিরোধী বক্তব্য মানায় না’
ম্যাকরনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক ইরান-বিরোধী বক্তব্যকে ‘ভিত্তিহীন ও পরস্পরবিরোধী’ বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরাইল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছেন যা সত্যিই দুঃখজনক।
তিনি মঙ্গলবার তেহরানে আরো বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কেউ প্রকৃত হুমকি সৃষ্টি করে থাকে সে হচ্ছে ইসরাইল। অথচ আমেরিকা এবং ফ্রান্সসহ কিছু ইউরোপীয় দেশ তেল আবিবকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী সরকার প্রতিনিয়ত আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে ও সম্প্রসারণকামী আচরণ করছে; সেইসঙ্গে অধিকৃত ফিলিস্তিনে জবরদখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সোমবার তার ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
তিনি প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরো বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ভাবতে হবে।
এ সম্পর্কে ইসমাইল বাকায়ি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের হস্তক্ষেপ সম্পর্কিত ম্যাকরনের বক্তব্যও প্রত্য্যাখ্য্যান করে বাকায়ি। তিনি বলেন, বাস্তবতার বিকৃতি ঘটানোর জন্যই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান করা হচ্ছে। #
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।