নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ
(last modified Wed, 08 Jan 2025 12:11:45 GMT )
জানুয়ারি ০৮, ২০২৫ ১৮:১১ Asia/Dhaka
  • চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।
    চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র আপত্তির মুখে নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, "নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেওয়া যাবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসে। জানতে পেরে বিজিবি তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা।"

অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, এ বিষয়ে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সে আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে।  সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সব সময় সতর্ক আছে বলেও জানান তিনি। 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ। 

বিজিবি মহানন্দা ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরি করা হচ্ছে।

তিনি জানান, সোমবার সকালে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস ও ৩ এস সীমান্ত এলাকার বিপরীতে সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এর‌ প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সীমানা ঘেঁষে তাদের কাজ করতে দেখে তীব্র আপত্তি জানায় বিজিবি। সেদিন বিজিবির তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। পরে সোমবার বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।

এতে উত্তেজনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার দুপুরে আবার বেড়া তৈরির কাজ শুরু হলে উত্তেজনার পরিস্থিতি ফের বেড়ে যায়। পরে এদিন বিকালেও দুপক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।

পরে মঙ্গলবার বিকালে সীমান্ত এলাকা পরিদর্শন করেন মহানন্দা ব্যাটেলিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, “সীমান্তে নির্মাণ কাজ করতে হলে দু‌ই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সমন্বয় করতে হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সমন্বয় না করে নির্মাণ কাজ করছিল। এতে করে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে বুধবার সকাল থেকে বিএসএফ ফের বেড়া নির্মাণের কাজ করছে জানিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা বলেন, “সীমান্তের পরিস্থিতি থমথমে রয়েছে। সীমান্তের দুপারে বিএসএফ ও বিজিবির সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় উত্তেজনায় ক্ষেত-খামারে কাজ বন্ধ রেখেছেন তারা।”#

পার্সটুডে/এমএআর/৮