জেলেনস্কি একজন ভিক্ষুক এবং প্রতারক; ভিক্ষাবৃত্তি বন্ধ হওয়া দরকার
https://parstoday.ir/bn/news/event-i145862-জেলেনস্কি_একজন_ভিক্ষুক_এবং_প্রতারক_ভিক্ষাবৃত্তি_বন্ধ_হওয়া_দরকার
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভিক্ষুক এবং প্রতারক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট মূলত বিভিন্ন দেশের কাছ থেকে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে প্রতারণা করে চলেছেন, এটি বন্ধ হওয়া দরকার।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১২, ২০২৫ ০৯:৪৬ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভিক্ষুক এবং প্রতারক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট মূলত বিভিন্ন দেশের কাছ থেকে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে প্রতারণা করে চলেছেন, এটি বন্ধ হওয়া দরকার।

চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের ভেতর দিয়ে পাইপলাইনের মাধ্যমে স্লোভাকিয়ায় রাশিয়ার গ্যাস সরররাহ বন্ধ করে দেন। এরপর ইউক্রেন এবং স্লোভাকিয়ার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। 

রবার্ট ফিকো 

শুক্রবার স্লোভাক পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে রবার্ট ফিকো বলেন, “আমি এখানে জেলেনস্কির হাত ধরার জন্য আসেনি এবং আমি স্বীকার করছি যে, আমি তার উপর মাঝে মাঝে বিরক্ত হই। জেলেনস্কি ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন, ভিক্ষা করছেন এবং প্রতারণা করছেন, অন্যদের কাছে অর্থ চাইছেন। এটা বন্ধ হওয়া দরকার।”

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিচ্ছে, অনেক আগে থেকেই তার সমালোচনা করে আসছেন রবার্ট ফিকো। তিনি শুরু থেকেই বলছেন, “যুদ্ধের ময়দানে রাশিয়াকে হারানোর আশা করতে পারে না ইউক্রেন। সে কারণে তাদেরকে অবশ্যই সংঘাত বাদ দিয়ে কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করতে হবে।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২