মৃতের সংখ্যা বেড়ে ২৪, আগুন নেভানোর জন্য লড়ছে মার্কিন ফায়ার ফাইটাররা
https://parstoday.ir/bn/news/event-i145904
ভয়াবহ দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিরাট এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে। এরইমধ্যে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। দাবানলের লেলিহান শিখায় ভস্মিভূত হয়েছে হাজার হাজার ঘর-বাড়ি এবং অবকাঠামো। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৫ ১১:০৯ Asia/Dhaka
  • মৃতের সংখ্যা বেড়ে ২৪, আগুন নেভানোর জন্য লড়ছে মার্কিন ফায়ার ফাইটাররা

ভয়াবহ দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিরাট এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে। এরইমধ্যে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। দাবানলের লেলিহান শিখায় ভস্মিভূত হয়েছে হাজার হাজার ঘর-বাড়ি এবং অবকাঠামো। 

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার জানায়, দাবানলে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এসব ব্যক্তির কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্যালিসেড ফায়ার জোন থেকে এবং বাকি ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ইটন ফায়ার জোন থেকে। 

গতকাল মার্কিন ফায়ার ফাইটাররা দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখে। এরইমধ্যে আগুন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরো বহু সংখ্যক বাসিন্দাকে হুমকির মুখে ফেলেছে।

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এই দাবানল প্যালিসেডস পাহাড়ি এলাকার যে অংশে ছড়িয়ে পড়েছে সেখানে বিমান থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। 

কর্মকর্তারা বলছেন, আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় এই প্রচেষ্টা জটিল অবস্থার মুখে পড়েছে। সেক্ষেত্রে অগ্নিকাণ্ড আবার বেড়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩