দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল 
(last modified Mon, 13 Jan 2025 07:34:40 GMT )
জানুয়ারি ১৩, ২০২৫ ১৩:৩৪ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল 

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। গতকাল (রোববার) দখলদার সেনারা বিন্ত জেবেইল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে দুটি গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

দক্ষিণ লেবাননের আইতা আশ-শাব এলাকায় কয়েকটি ঘরবাড়ি লক্ষ্য করেও ইহুদিবাদী সেনারা গোলাবার্ষণ করেছে। এর পাশাপাশি আইতারুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা স্টান গ্রেনেড নিক্ষেপ করে। 

গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হয়। কিন্তু মাঝেমধ্যেই চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। 

এদিকে, বর্বর ইহুদিবাদী সেনারা গত পাঁচ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ৭০টি শিশুকে হত্যা করেছে। এছাড়া, গত ১০০ দিনে ইসরাইলের হামলায় প্রায় ৫ হাজার ফিলিস্তিনি শহীদ এবং নিখোঁজ হয়েছেন। গাজার গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গতকাল গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় অন্তত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনে আহত হয়েছেন যাদের অনেকেই চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৩