নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩ ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i145936-নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_বিষয়ে_৩_ইউরোপীয়_দেশের_সঙ্গে_আলোচনা_শুরু_হচ্ছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৫ ১৬:২২ Asia/Dhaka
  • কাজেম গারিবাবাদি
    কাজেম গারিবাবাদি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপের তিন দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের তৃতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। খুঁটিনাটি বিষয়ে প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু- এই দুই ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে।

ইরানের এই উপমন্ত্রী আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার ওপর সবাই গুরুত্ব দিচ্ছিল, এ বিষয়ে সবার মধ্যে ঐকমত্য ছিল।  একটা সমঝোতায় পৌঁছার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল।

এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন,  পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং ত্বরিত আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ইতিহাসের কথা উল্লেখ করে সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, আমরা দুই বছরেরও বেশি সময় ধরে ছয় জাতিগোষ্ঠীর সাথে আলোচনা করেছি, এরপর এমন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম যেটাকে গোটা বিশ্ব মেনে নিয়েছিল এবং এই কূটনৈতিক অর্জনের জন্য সবাই প্রশংসা করেছিল।  কিন্তু  আমেরিকা কোনো কারণ বা যুক্তি ছাড়াই সেখান থেকে সরে এসেছে এবং পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।