হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরাইলের জন্য ‘সম্পূর্ণ পরাজয়’: হিব্রু রেডিও
(last modified Wed, 15 Jan 2025 03:34:47 GMT )
জানুয়ারি ১৫, ২০২৫ ০৯:৩৪ Asia/Dhaka
  • হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরাইলের জন্য ‘সম্পূর্ণ পরাজয়’: হিব্রু রেডিও

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘সম্পূর্ণ পরাজয়’। গাজা যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুরা ফোরামের বরাত দিয়ে হিব্রু-ভাষার রেডিও চ্যানেল ১০৩এফএম একথা জানিয়েছে।

ওই ফোরামের সভাপতি ইয়েহোশুয়া শানি বলেছেন, “যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেল আবিবের জন্য ‘সম্পূর্ণ বিজয়’ হবে না বরং হবে ‘সম্পূর্ণ পরাজয়।’” শানির ছেলে লে. মোরদেখাই শানি ছিল গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার। ২০২৩ সালের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হামলায় মোরদেখাই নিহত হয়।

শানির নেতৃত্বাধীন ফোরাম হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করেছেন। শানি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছে হার মেনেছেন।”

গেভুরা ফোরামের সভাপতি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গত কয়েক মাস ধরে তারা এমন একটি চুক্তির বিস্তারিত জেনেছিলেন।  তিনি বলেন, বহু মাস আগে থেকে নেতানিয়াহু যে চুক্তির বিরোধিতা করে আসছিলেন এখন তিনি সেই চুক্তি মেনে নিতে যাচ্ছেন।

এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গতকাল (মঙ্গলবার) জানান, হামাস ও ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো  বাইডেন ও আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসন এ চুক্তির আলোচনায় জড়িত বলে তিনি জানান।

ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে যাচ্ছে তাতে শুরু থেকে হামাস যেসব দাবি জানিয়ে আসছিল তার বেশিরভাগ মেনে নেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামাসের দাবি ছিল, গাজায় আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং এই উপত্যকায় অবাধে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়া।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু করার সময় নেতানিয়াহু ওই আগ্রাসনের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন। হামাসকে ধ্বংস করা, সকল পণবন্দিকে জীবিত উদ্ধার করা এবং গাজা থেকে ইসরাইলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাটন করা। তিনি দম্ভ প্রকাশ করে বলেছিলেন, ‘সম্পূর্ণ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রী ১৫ মাসের আগ্রাসনে গাজার বেসামরিক নাগরিকদের হত্যা ও বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। #

 পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।