ইসরাইলের বিমান হামলায় বন্দি ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার মুখে 
https://parstoday.ir/bn/news/event-i146036
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজায় বন্দি থাকা ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।  
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৫ ১৪:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের বিমান হামলায় বন্দি ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার মুখে 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজায় বন্দি থাকা ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।  

গতকাল (বৃহস্পতিবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেড বলেছে, বর্তমান অবস্থায় যেকোনো ধরনের আগ্রাসন এবং গোলাবর্ষণ বন্দীদের জীবন বিপন্ন করে তুলতে পারে এবং তা তাদের পরিবারের জন্য বেদনাদায়ক হবে। 

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ইতিহাসের নজিরবিহীন সামরিক অভিযান চালায় এবং প্রায় আড়াইশ ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। পরে ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করলে বন্দী ইসরাইলিদের অনেকেই তাতে নিহত হয়েছে। 

ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরাইল সম্প্রতি এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে একজন ইসরাইলি মহিলা বন্দি রয়েছে যাকে প্রথম ধাপে মুক্তি দেয়ার কথা ছিল। 

এর আগে হামাস নিশ্চিত করেছে যে, তারা ইহুদিবাদীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেন, হামাস এই যুদ্ধবিরতি চুক্তিকে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, হামাস শেষ মুহূর্ত পর্যন্ত এই চুক্তি বানচালের চেষ্টা করেছে। মূলত তারই জবাব দিয়েছেন হামাস নেতা ইজ্জত আল-রিশক।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭