ইরান-রাশিয়া সহযোগিতা পশ্চিমাদের উচ্চাভিলাষকে ম্লান করে দিতে পারে
(last modified Fri, 17 Jan 2025 13:58:51 GMT )
জানুয়ারি ১৭, ২০২৫ ১৯:৫৮ Asia/Dhaka
  • ইরান-রাশিয়া বৈঠক
    ইরান-রাশিয়া বৈঠক

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ইরান ও রাশিয়ার মধ্যে সড়ক, শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ রয়েছে।

রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ন আরও বলেন: পারস্পরিক ওই সহযোগিতা নিষেধাজ্ঞাসহ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর উচ্চাভিলাষকে প্রভাবহীন করে দিতে সক্ষম। ইরানের প্রেসিডেন্ট আজ (শুক্রবার) তাজিকিস্তান থেকে রাশিয়ায় পৌঁছেছেন। তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যাপক কৌশলগত যৌথ চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে তিনি রাশিয়া সফরে যান। ইরনা'র উদ্ধতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ন আজ রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সঙ্গে সাক্ষাতকালে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন: আজকের ওই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ফলে দু'দেশের সম্পর্কে একটি নয়া অধ্যায়ের সূচনা হবে। আসন্ন কাস্পিয়ান বৈঠকের অবকাশেও এ বিষয়ে আলোচনার সুযোগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।# ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্ভাবনাকে বৈচিত্র্যময় বলে বর্ণনা করে পেজেশকিয়ন আরও বলেন: ইরান ও রাশিয়ার মধ্যে রাস্তাঘাট, শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা থাকতে পারে। আর এই সহযোগিতা আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও বাড়াবাড়িকে ম্লান করে দিতে পারে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।