প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্য
ইরান-রাশিয়ার সহযোগিতা মার্কিন ও পশ্চিমা উগ্রবাদ মোকাবেলা করতে পারে
-
রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পেজেশকিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মার্কিন ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং বাড়তি চাপ মোকাবেলা করতে পারে।
গতকাল (শুক্রবার) মস্কোয় রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সাথে বৈঠকে একথা বলেন পেজেশকিয়ান।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরান ও মস্কোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সড়ক নির্মাণ, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে যে সহযোগিতা রয়েছে তা আরো বাড়ানো যেতে পারে এবং এই সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর উগ্রবাদী আচরণ ও নিষেধাজ্ঞা বানচাল করা সম্ভব।
মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ইরান এবং রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
বৈঠকে রুশ প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়াচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর গতকালই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ২০ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন