অপহরণ করা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i146136-অপহরণ_করা_৯০_জন_ফিলিস্তিনিকে_মুক্তি_দিয়েছে_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানোর সময় দখলদার সেনারা এসব ফিলিস্তিনিকে অপহরণ করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২০, ২০২৫ ১২:২২ Asia/Dhaka
  • অপহরণ করা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানোর সময় দখলদার সেনারা এসব ফিলিস্তিনিকে অপহরণ করেছিল।

গতকাল (রোববার) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আওতায় প্রথম দিনেই ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে এই ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। ইসরাইলের প্রিজন সার্ভিস আজ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয়ার তথ্য নিশ্চিত করেছে।

কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি বন্দীদেরকে বাসে করে পশ্চিম তীরের রামাল্লা শহরের বেইতুনিয়া এলাকায় নেয়া হয়। ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারা ফিলিস্তিনি পতাকা নাড়াতে থাকেন। সেই সাথে আনন্দ প্রকাশ করে নানা রকমের স্লোগান দেন তারা। 

রাস্তায় নেমে আসা এসব মানুষ হামাস ও ইসলামী জিহাদসহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের পতাকা বহন করেন। এ সময় মুক্তি পাওয়া লোকজন বিশেষ করে নারীরা বিজয় সূচক ‘ভি চিহ্ন’ দেখান।

গতকাল যেসমস্ত বন্দি মুক্তি পেয়েছেন তাদের সবাই নারী ও শিশু। চুক্তির আওতায় প্রথম পর্যায়ে আরো এক হাজারের বেশি ফিলিস্তিনি মুক্তি পাবেন বলে কথা রয়েছে। এই সময় ইসরাইলের মোট ৩৩ জন বন্দীকে মুক্তি দেয়া হবে। গতকাল প্রথম দিনে হামাস তিন জন ইসরাইলকে মুক্তি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।