ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি যুবকের শাহাদত বরণ
ফিলিস্তিনের বন্দি বিষয়ক প্রতিনিধি দল জানিয়েছে, ইসরাইলি কারাগারে মোহাম্মদ ইয়াসিন খলিল জাবর নামে এক ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।
মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের বন্দি বিষয়ক প্রতিনিধি দল জানিয়েছে, রোববার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের একইসাথে এই ফিলিস্তিনি বন্দি, ইসরাইলি কারাগারে শহীদ হয়েছেন।
আন্তর্জাতিক আইনী প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আটককেন্দ্র ও কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিরা ব্যাপক নির্যাতন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ পর্যন্ত বহু সংখ্যক ফিলিস্তিনি নির্যাতন কিংবা চিকিৎসা অবহেলার কারণে শহীদ হয়েছেন।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর, প্রথম পর্যায় তিন ইসরাইলি নারী বন্দির মুক্তির বিনিময়ে ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইলি সেনারা গতকাল দিনের শেষভাগে ও রাতে কমপক্ষে ১৯ ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং ৩৬ জনকে আহত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৪৬,৯১৩ জন ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ দশ হাজার আহত হয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।