পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে ইরান
https://parstoday.ir/bn/news/event-i146172-পাকিস্তানের_আমন্ত্রণে_আন্তর্জাতিক_নৌ_মহড়ায়_অংশ_নেবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান। গতকাল (সোমবার) জেনারেল বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এ ঘোষণা দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৫ ১৬:২২ Asia/Dhaka
  • পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান। গতকাল (সোমবার) জেনারেল বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এ ঘোষণা দেন।

প্রেস টিভি বলছে, আমান বা শান্তি-২৫ নামের এ মহড়া আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে।

জেনারেল বাকেরি বলেন, “পাকিস্তানে অনুষ্ঠেয় এই নৌ মহড়ায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব।”

এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন। এ কারণে এই নৌ মহড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। 

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি। ইরানের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধিদল নিয়ে তিনি পাকিস্তান সফর করেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।