‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান, অন্যথায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে’
https://parstoday.ir/bn/news/event-i146224-ইউক্রেন_যুদ্ধের_অবসান_ঘটান_অন্যথায়_নিষেধাজ্ঞা_আরোপ_করা_হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয় তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৫ ০৯:১৮ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
    ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয় তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

গতকাল (বুধবার) ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বলেন, “আমরা যদি শিগগিরই চুক্তি করতে না পারি তাহলে রাশিয়া এবং অন্য কিছু দেশ যারা এই যুদ্ধে জড়িত তাদের থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চমাত্রার ট্যাক্স -ট্যারিফ এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে না।”

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে আরো কিছু জড়িত দেশের কথা বললেও তিনি পরিষ্কার করেননি কোন কোন দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত। 

ট্রাম্প বলেন, তিনি রাশিয়াকে আঘাত করতে চান না বরং প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সবসময় ভালো সম্পর্ক ছিল এবং অতীতে তার প্রশংসা তিনি করেছেন। ট্রাম্প বলেন, "এত কিছু বলার পরেও, আমি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছি, যার অর্থনীতি ভেঙে পড়ছে এবং প্রেসিডেন্ট পুতিন যিনি খুবই গুরুত্বপূর্ণ। এখনই মীমাংসা করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন! এটি আরো খারাপ হতে চলেছে।"

সোমবার শপথ গ্রহণের আগে ড্রোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে, তিনি কিয়েভকে মস্কোর প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য সাহায্য ব্যবহার করবেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩