ব্রিটিশ মালিকানাধীন জাহাজের ২৫ নাবিককে মুক্তি দিল ইয়েমেন
(last modified Thu, 23 Jan 2025 03:23:36 GMT )
জানুয়ারি ২৩, ২০২৫ ০৯:২৩ Asia/Dhaka
  • ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারে একজন ইয়েমেনি যোদ্ধাকে দেখা যাচ্ছে।
    ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারে একজন ইয়েমেনি যোদ্ধাকে দেখা যাচ্ছে।

ইয়েমেন জানিয়েছে, তাদের হাতে আটক ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ গ্যালাক্সি লিডারের ২৫ জন নাবিককে মুক্তি দেয়া হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গতকাল (বুধবার) এই ঘোষণা দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের সাথে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ১৯ নভেম্বর ব্রিটিশ জাহাজটি আটক করে।

ইয়েমেন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তারা নাবিক মুক্তি দেয়ার পদক্ষেপ নিয়েছে। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 

প্রেস টিভি বলছে, ইয়েমেন মোট ২৫ জন নাবিককে মুক্তি দিয়েছে যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো এবং রোমানিয়ার নাগরিক।

গাজার প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন লোহিত সাগর এলাকায় ইসরাইলগামী অথবা ইসরাইল থেকে অন্য দেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়া জাহাজের ওপর অভিযান শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগর এলাকায় ইয়েমেনের যোদ্ধারা অন্তত ১০০টি অভিযান পরিচালনা করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩