‘স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত সংগ্রাম চলবে’
আমরা ইসরাইলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে বাধ্য করেছি: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা তাদের বহু কমান্ডার ও সদস্যসহ শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করেছে।
শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, আল-আকসা তুফান অভিযানের সুবাদে এমন সব বীর সংগ্রামী ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন যাদের পক্ষে জীবিত অবস্থায় ইহুদিবাদীদের কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল না।
বিবৃতিতে আরো বলা হয়, “আজ আমরা অপরাধী ইসরাইলকে তার কারাগারের দরজা খুলে দিতে বাধ্য করেছি যাতে আমাদের বীরেরা মুক্তি পায়। তাদেরকে মুক্ত করা ছিল আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি। আমরা আমাদের জনগণকে এ প্রতিশ্রুতি দিচ্ছি যে, স্বাধীনতা ও স্বাধীকার অর্জন না করা পর্যন্ত আমরা সংগ্রামের পথ ত্যাগ করব না।”
হামাসের বিবৃতিতে তাদের হাতে আটক ইসরাইলি নারী সেনাদের মুক্তির প্রসঙ্গও উঠে আসে। এতে বলা হয়, গাজা উপত্যকার প্রতি ইঞ্চি ভূমিতে নজিরবিহীন পাশবিক আগ্রাসন চালানোর পরও আমরা উন্নত নৈতিকতা বজায় রেখে শত্রুর বন্দিদেরকে রক্ষা করেছি। অথচ নিজের এসব বন্দিকে হত্যা করার জন্য বহুবার তাদেরকে টার্গেট করে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা।
শনিবার চার ইসরাইলি নারী সেনার মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার পর হামাসের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়। গাজায় মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় এসব বন্দি বিনিময় হলো। ৪২ দিনব্যাপী এ যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়। #
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।