ভারতজুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত, প্যারেডে বিমান বাহিনীর ফ্লাই-পাস্ট
https://parstoday.ir/bn/news/event-i146352-ভারতজুড়ে_৭৬তম_প্রজাতন্ত্র_দিবস_পালিত_প্যারেডে_বিমান_বাহিনীর_ফ্লাই_পাস্ট
রাজধানী নয়াদিল্লিসহ সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৫ ১৭:৩৪ Asia/Dhaka
  • ভারতজুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত, প্যারেডে বিমান বাহিনীর ফ্লাই-পাস্ট

রাজধানী নয়াদিল্লিসহ সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ।

দিল্লির ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর, তিনি রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতীয় বিমান বাহিনী একটি ফ্লাই-পাস্ট উপস্থাপন করে। এই ফ্লাই পাস্টে ২২ টি যুদ্ধবিমান, ১১ টি পরিবহন বিমান এবং  ৭ টি হেলিকপ্টারসহ মোট ৪০টি বিমান অংশ নেয়। অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তব্য পথে ভারতীয় পতাকা উত্তোলনের পরেই শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এদিনের অনুষ্ঠানে দেশের ১০ হাজার বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে আজ সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুণ্ন রাখার।” 

একইসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।”

পাশাপাশি তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য স্মরণ করিয়ে লেখেন, “আমাদের দেশের সাধারণতন্ত্রের বল জনগণের শক্তিতে প্রতিফলিত হয়। আমরা যেন সবসময় সেই মূল্যবোধকে রক্ষা ও লালন করার চেষ্টা করি যা ভারতকে সত্যিই অসাধারণ করে তোলে।”#

পার্সটুডে/এমএআর/২৬