মিশর ও জর্দানকে যে কারণে ধন্যবাদ জানাল হামাস
(last modified Tue, 28 Jan 2025 08:49:40 GMT )
জানুয়ারি ২৮, ২০২৫ ১৪:৪৯ Asia/Dhaka
  • মিশর ও জর্দানকে যে কারণে ধন্যবাদ জানাল হামাস

গাজা উপত্যকাকে কথিত ‘সাফ’ করার জন্য সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে সরিয়ে নেয়ার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করায় আম্মান ও কায়রোকে ধন্যবাদ জানিয়েছে হামাস।

ট্রাম্প শনিবার এক বক্তব্যে দাবি করেন, গাজা সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেয়া উচিত।  তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন। 

ট্রাম্পের প্রস্তাব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তা প্রত্যাখ্যান করে বলেন, তার দেশ ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরিয়ে নেয়ার যেকোনো পরিকল্পনার বিরোধী। একই ধরনের প্রতিক্রিয়া জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্তি। তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে স্বল্প বা দীর্ঘমেয়াদে গাজা থেকে সরিয়ে নিলে এ অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে।

মিশর ও জর্দানের ওই প্রতিক্রিয়ার ব্যাপারে হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার বিরোধিতা করায় আমরা মিশর ও জর্দানকে ধন্যবাদ জানাই। 

বিবৃতিতে বলা হয়, যেকোনো ধরনের বাস্তুচ্যুতি বা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ অটল অবস্থানে থাকবে এবং তারা তাদের ভূমি আঁকড়ে পড়ে থাকবে। হামাসের বিবৃতিতে ফিলিস্তিনি জনগণকে গাজা থেকে সরিয়ে নেয়ার যেকোনো পরিকল্পনার বিরোধিতা করার জন্য আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। #

 পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।