সেনাপ্রধান জেনারেল বাকেরির মন্তব্য
ইরানের সামরিক বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং এআই প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, দেশের সামরিক বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। এসবের মাধ্যমে ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন কৌশল এবং বৈজ্ঞানিকভাবে অনেক এগিয়ে গেছে।
গতকাল (মঙ্গলবার) ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর বিশাল মহড়ার মূল পর্ব অনুষ্ঠানের সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেনারেল বাকেরি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফয়ারের জন্য কতটা প্রস্তুত চলমান এই মহড়া তা প্রমাণ করছে। ইরানি সামরিক বাহিনী দেশের জনগণকে পরিপূর্ণ নিরাপত্তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, হেলিকপ্টার ইউনিটের প্রস্তুতি ও ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেডের প্যারাসুটারদের নামানোসহ দুই পর্বের এই মহড়ায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। মহড়ায় এরইমধ্যে ড্রোনের আক্রমণ এবং প্রতিরক্ষামূলক অভিযানের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে।
জেনারেল বাকরি বলেন, যুদ্ধক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক প্রযুক্তি ব্যবহারের কারণে আগের দিনের যুদ্ধের কলা-কৌশল উল্লেখযোগ্যভাবে বদলে গেছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।