আলাস্কায় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট
(last modified Wed, 29 Jan 2025 13:40:38 GMT )
জানুয়ারি ২৯, ২০২৫ ১৯:৪০ Asia/Dhaka
  • আলাস্কায় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট

মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার এইলসন এয়ারবেসে প্রশিক্ষণ চলাকালে ভেঙে পড়েছে একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে।

দুর্ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে  বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে বিমানটি। যুদ্ধবিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি।

দুর্ঘটনা প্রসঙ্গে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল বলেছেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে।  বিমানটি একটি এক আসন বিশিষ্ট বলে তিনি জানান।# 

পার্সটুডে/এমএআর/২৯