উত্তর গাজার শতকরা ৮০ ভাগ উদ্বাস্তু ফিলিস্তিনি বসতভিটায় ফিরেছেন
https://parstoday.ir/bn/news/event-i146464
ফিলিস্তিনের যুদ্ধ-বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া শতকরা ৮০ ভাগ মানুষ তাদের বসতভিটায় ফিরে গেছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:২১ Asia/Dhaka
  • উত্তর গাজার শতকরা ৮০ ভাগ উদ্বাস্তু ফিলিস্তিনি বসতভিটায় ফিরেছেন

ফিলিস্তিনের যুদ্ধ-বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া শতকরা ৮০ ভাগ মানুষ তাদের বসতভিটায় ফিরে গেছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল (বুধবার) পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো গাজার রশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসতভিটায় ফিরে যান। তবে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে বেশিরভাগ ঘর-বাড়ি নিশ্চিহ্ন হওয়ায় ফিরে আসা লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। 

তাদের হাতে যে পরিমাণে তাবু আছে তা বসবাসের জন্য চাহিদার তুলনায় নিতান্তই কম। পাশাপাশি যে পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, বিপুল পরিমাণে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার সীমান্তে আটকা পড়ে রয়েছে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এসব মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে ১৯০০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। অন্যদিকে, হামাসের হাত থেকে মুক্তি পাবে ৩৩ জন ইসরাইলি বন্দি।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।