ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ: বহু হতাহতের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/event-i146470-ওয়াশিংটনে_সামরিক_হেলিকপ্টারের_সঙ্গে_যাত্রীবাহী_বিমানের_সংঘর্ষ_বহু_হতাহতের_আশঙ্কা
৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বহনকারী একটি আঞ্চলিক বিমান রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:২৮ Asia/Dhaka
  • ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ: বহু হতাহতের আশঙ্কা

৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বহনকারী একটি আঞ্চলিক বিমান রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, পিএসএ এয়ারলাইনসের আঞ্চলিক রুটে চলাচলকারী একটি যাত্রীবাহি বিমান রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, পিএসএর বিমানটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল।

পুলিশ জানিয়েছে, একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি "এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবহিত" এবং যাত্রীদের জন্য প্রার্থনা করেছেন। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতিসম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।

একটি তথ্যবহুল সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে যে হতাহতের সংখ্যা এখন "নিশ্চিত" এবং উদ্ধারকারী দল এখনও পর্যন্ত নদী থেকে কোনও জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি।নদীতে বেঁচে থাকা যে কোনও ব্যক্তি গুরুতর ঝুঁকিতে থাকতে পারেন কারণ পূর্বাভাসকারীরা জানিয়েছেন যে ওয়াশিংটন অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হোয়াইট হাউস এবং ক্যাপিটল থেকে মাত্র তিন মাইল দূরে বিশ্বের সবচেয়ে নজরদারি করা আকাশসীমাগুলো মধ্যে একটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।#

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।