হিজবুল্লাহ'র প্রভাব কমাতে লেবাননে হস্তক্ষেপ করছে মার্কিন সরকার: রিপোর্ট
লেবাননের সরকারে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তার মিত্রদের প্রভাব কমানোর লক্ষ্যে মার্কিন সরকার দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে খবর পাওয়া গেছে।
পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সরকার লেবাননের মনোনিত প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ও প্রেসিডেন্ট জোসেফ আউনের কাছে পাঠানো বার্তায় দেশটির রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব কমিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।
সূত্রগুলো বলেছে, হিজবুল্লাহ বা এটির কোনো মিত্র দল যাতে লেবাননের পরবর্তী অর্থমন্ত্রী নিয়োগ দেয়ার ঘটনায় ভূমিকা রাখতে না পারে সেজন্য ওয়াশিংটন লেবাননের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সূত্রগুলো আরো বলেছে, মার্কিন কর্মকর্তারা সালাম ও আউনের কাছে সরাসরি বার্তা পাঠিয়ে বলেছেন, হিজবুল্লাহকে যেন পরবর্তী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা না হয়।
ওয়াশিংটনের পক্ষ থেকে যারা বৈরুতের কাছে এই বার্তা পাঠিয়েছেন তাদের মধ্যে রয়েছেন লেবাননি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাসাদ বাউলোস। বাউলোসকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার পশ্চিম এশিয়া বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
ওয়াশিংটন বৈরুতকে এই হুমকি দিয়েছে যে, মনোনিত প্রধানমন্ত্রী সালাম যদি হিজবুল্লাহ বা তার মিত্র আমাল মুভমেন্টের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো ব্যক্তিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তাহলে লেবাননের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনঃনির্মাণের কাজে আমেরিকার সাহায্য পাওয়া যাবে না।
সম্প্রতি লেবাননের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আমাল মুভমেন্টের নেতা ও পার্লামেন্ট স্পিকার নাবিহ বেররি তার দলের সাবেক মন্ত্রী ইয়সিন জাবেরকে পরবর্তী কেবিনেটের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য মনোনিত করেছেন। কিন্তু দৃশ্যত, হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র আমাল মুভমেন্টের কোনো নেতাকে লেবাননের সরকারে দেখতে চায় না ইহুদিবাদী ইসরাইল ও তার সকল অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২