আঞ্চলিক সীমান্তগুলিতে কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয়: ইরান
https://parstoday.ir/bn/news/event-i146650-আঞ্চলিক_সীমান্তগুলিতে_কোনো_ধরনের_পরিবর্তন_গ্রহণযোগ্য_নয়_ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এ অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৪:৩০ Asia/Dhaka
  • আঞ্চলিক সীমান্তগুলিতে কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয়: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এ অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না।

তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী হিকমেত হাজিয়েভের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ কঠোর অবস্থান তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বিধিমালার অংশ।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “এ অঞ্চলের সীমান্তগুলিতে যেকোনো ধরনের পরিবর্তন অগ্রহণযোগ্য। বহিঃশক্তিগুলোর সুনির্দিষ্ট কিছু তৎপরতার কারণে যেকোনো ধরনের সংঘাত প্রতিহত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা অনিবার্য হয়ে পড়েছে।”

পেজেশকিয়ান বলেন, ইরান মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের বিস্তৃতি ঘটাতে এবং মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে চায়। মুসলিম দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকলেই বহিঃশক্তিগুলো এসব দেশে হস্তক্ষেপ করার ও ঐক্য বিনষ্ট করার সুযোগ পাবে। তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে হাজিয়েভ বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান অচিরেই বাকু সফরে যাবেন বলে আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী আশা প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএমআই/৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।