আলোচনা প্রয়োজন কিন্তু ‘সর্বোচ্চ চাপের’ মুখে নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i146834-আলোচনা_প্রয়োজন_কিন্তু_সর্বোচ্চ_চাপের’_মুখে_নয়_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে ‘নির্দয়’ আখ্যায়িত করে বলেছেন, দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৫ ১৫:৫৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে ‘নির্দয়’ আখ্যায়িত করে বলেছেন, দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি আরো বলেছেন, এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা প্রয়োজন তবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না।  রাজধানী তেহরানে শনিবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন আরাকচি।  

নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদেরকে দু’টি কাজ করতে হবে। এর প্রথম কাজ হচ্ছে, অন্যদের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে, আত্মনিভরশীলতার মাধ্যমে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিতে হবে।

আরাকচি বলেন, দুর্বল অবস্থানে থেকে আলোচনা হবে না, কারণ, সেটি হবে আত্মসমর্পণ। আমরা দুর্বল অবস্থানে থেকে আলোচনায় যেতে চাই না। ইরান যেকোনো আলোচনায় সতর্কভাবে অংশগ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, ইরান অতীতে কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ভাষণে মার্কিন সরকারের সঙ্গে আলোচনাকে ‘নির্বুদ্ধিতামূলক ও অসম্মানজনক’ বলে মন্তব্য করার একদিন পর পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর আয়াতুল্লাহ খামেনেয়ী ওই মন্তব্য করেছিলেন। ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা বলে একইদিন তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করে একটি নির্দেশ জারি করেন যাতে তার দ্বৈত চরিত্র প্রকাশ পায়। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯