পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাজেট পেশ, বিজেপির অসন্তোষ প্রকাশ
(last modified Wed, 12 Feb 2025 12:57:34 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  • রাজ্য বিধানসভায় বাজেট পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের
    রাজ্য বিধানসভায় বাজেট পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য বাজেটে বড়সড় চমক দেখা গেল।

বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে এ বার বরাদ্দ করা হল ৪৪ হাজার কোটি টাকা। বড় বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এ ছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, আবাস থেকে পথশ্রী-সব ক্ষেত্রেই বরাদ্দ বাড়ানো হল এ বারের বাজেটে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের জন্য বাজেটে কোনও বরাদ্দ বাড়েনি। তবে সবচেয়ে বেশি জল্পনা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা নিয়ে, তা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। এর আগে গত বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়। সেবারও ৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে বাজেট ঘোষণা শেষ করেছেন চন্দ্রিমা।

মমতা বন্দোপাধ্যায়

বাজেট পেশের পর সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, 'কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে। আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেটে বরাদ্দ করি। বাজেটে যা বলি, তাই করি।'

বিধানসভায় বিক্ষোভ

এদিকে, বাজেট ঘোষণার পরই বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। তারা বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারি ডিএ-র সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকারবিরোধী স্লোগান দেয়। চাকরির দাবিতেও স্লোগান ওঠে। শেষে ওয়াক আউট করেন তারা। এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে রাজ্য সরকারের সমাচেলান করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্য সরকার যে দেউলিয়া, তা বাজেটের ছত্রে ছত্রে প্রমাণিত। মহিলাদের জন্য একটি শব্দও রাখা হয়নি বাজেটে।”#

পার্সটুডে/জিএআর/১২