ইরানে ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসবের ছবি
https://parstoday.ir/bn/news/event-i146968-ইরানে_৪০তম_ফজর_আন্তর্জাতিক_সঙ্গীত_উৎসবের_ছবি
পার্সটুডে- ইরানে ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত শুরু হয়েছে। ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি তেহরানের ১০টি হলে অর্কেস্ট্রা, যন্ত্রসঙ্গীত, আঞ্চলিক ও জাতিগত সঙ্গীত, আন্তর্জাতিক সঙ্গীত, নারী সঙ্গীত এবং শিশু ও যুব সঙ্গীতসহ বিভিন্ন বিভাগে ১১০টিরও বেশি পরিবেশনা অনুষ্ঠিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৯:২৮ Asia/Dhaka
  • ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব
    ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব

পার্সটুডে- ইরানে ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত শুরু হয়েছে। ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি তেহরানের ১০টি হলে অর্কেস্ট্রা, যন্ত্রসঙ্গীত, আঞ্চলিক ও জাতিগত সঙ্গীত, আন্তর্জাতিক সঙ্গীত, নারী সঙ্গীত এবং শিশু ও যুব সঙ্গীতসহ বিভিন্ন বিভাগে ১১০টিরও বেশি পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সঙ্গীত উৎসবের শুরুর দিনে গতকাল ওয়াহদাত হলে হোমায়ুন রহিমিয়ানের নেতৃত্বে ইরানি জাতীয় অর্কেস্ট্রা, বাহমান সাংস্কৃতিক কেন্দ্রে 'আভায়ে তাবারি দল এবং তেহরানের আজাদী টাওয়ারে কর্দোভান দল তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

প্রদর্শনীটি ভাহদাত, রুদাকি, আন্দিশেহ, হোজেহ হোনারি, নিয়াভারান, আরাসবারান, বাহমান, আজাদী টাওয়ার, মিলাদ হল, রোজমাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলে অনুষ্ঠিত হবে।

পার্সটুডে জানিয়েছে, ৪০ তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসবটি তেহরান এবং ইরানের ২১টি প্রদেশে অনুষ্ঠিত হবে। এ উৎসবে বিশ্বের ১০৬টি সঙ্গীত দল এবং ১,৭৭১ জন শিল্পী অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে।

তেহরানে তুরস্ক, ভারত, নেদারল্যান্ডস, তিউনিসিয়া, স্পেন এবং আর্মেনিয়ার ৬টি দল এবং শিল্পীরা অংশগ্রহণ করবেন এবং তাদের মধ্যে ইরানি শিল্পীদের সাথে যৌথ পরিবেশনাও থাকবে।#

Iফ্রিডম টাওয়ারে কর্ডোভান (কুর্দি সঙ্গীত) ব্যান্ডের পরিবেশনা

 

বাহমান সাংস্কৃতিক কেন্দ্রে আভায়ে তাবারি দলের (মাজান্দারানি সঙ্গীত) পরিবেশনা
বাহমান সাংস্কৃতিক কেন্দ্রে আভায়ে তাবারি দলের (মাজান্দারানি সঙ্গীত) পরিবেশনা
বাহমান সাংস্কৃতিক কেন্দ্রে আভায়ে তাবারি দলের (মাজান্দারানি সঙ্গীত) পরিবেশনা

 

ওয়াহদাত হলে ইরানি জাতীয় অর্কেস্ট্রা পরিবেশন করছে
ওয়াহদাত হলে ইরানি জাতীয় অর্কেস্ট্রা পরিবেশন করছে

 

ওয়াহদাত হলে ইরানি জাতীয় অর্কেস্ট্রা পরিবেশন করছে

 

পার্সটুডে/জিএআর/১২