আমেরিকা এবং ইসরাইল ইরানের প্রকৃত শক্তি সম্পর্কে অবগত আছে: তাখতে রাভানচি
https://parstoday.ir/bn/news/event-i147226-আমেরিকা_এবং_ইসরাইল_ইরানের_প্রকৃত_শক্তি_সম্পর্কে_অবগত_আছে_তাখতে_রাভানচি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলি সরকারের হুমকি নতুন কিছু নয়। তবে তারা ইরানের আসল শক্তি সম্পর্কে অবগত আছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:৫৬ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানে রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানে রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলি সরকারের হুমকি নতুন কিছু নয়। তবে তারা ইরানের আসল শক্তি সম্পর্কে অবগত আছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচি বলেছেন,  'যদি আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানের বিষয়ে ভুল করে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে।' আইআরএনএ'র বরাত দিয়ে পার্সটুডে এ খবর দিয়েছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: "ইসলামি বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য একটি সাধারণ কাঠামো ঠিক করে দিয়েছেন এবং আমরা এই কাঠামো মেনে চলছি।" তাখতে রাভানচি বলেন, "পারমাণবিক অস্ত্র উৎপাদনের বিষয়ে ইরানের নীতি ও কৌশল খুবই স্পষ্ট এবং এতে গোপন কোনো বিষয় নেই। ইমাম খামেনেয়ী এই ধরণের অস্ত্র উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছেন।"

ইরানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: " সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মেয়াদকালে কঠিন ও জটিল আলোচনার পর আমরা এমন একটি চুক্তিতে পৌঁছেছিলাম যা মার্কিন সরকার মেনে চলেনি, এমনকি মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেও নয় এবং প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের আমলেও নয়।  আমাদের এই ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।"

তিনি আরও বলেন: "আমরা বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং উভয় পক্ষই এই আলোচনা  এগিয়ে নিতে ইচ্ছুক। এই আলোচনার জন্য একটি কাঠামো রয়েছে যার ভিত্তিতে আমরা একটি চুক্তিতে পৌঁছানো পর্যন্ত কাজ করব বলেও জানান তিনি।

তাখতে রাভানচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে যে দেশটিতে নিরাপত্তা বিরাজ করবে এবং দেশগুলোর উচিত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

তিনি বলেন: "সিরিয়ার বিষয় নিয়ে ইরানের মধ্যে কোনও মতবিরোধ নেই।" রাভানচি বলেন: "যখনই সিরিয়ায় নতুন সরকার গঠিত হবে,আমরা সিরিয়ার জনগণের সিদ্ধান্তকে সম্মান করব এবং সেই অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করব।"

ইরানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: "আমরা ইরাকের সঙ্গে  সকল ক্ষেত্রে এবং সকল স্তরে সম্পর্ক বাড়াতে ইচ্ছুক। সেইসঙ্গে তিনি বলেন, ইরান সরকার তার প্রতিবেশীদের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই দেশগুলোর সাথে অনেক বিষয়ে আমাদের মিল রয়েছে।"

তাখতে রাভানচি বলেন: "এই অঞ্চলে ব্যাপক সুযোগ রয়েছে এবং ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে সর্বোত্তম অবস্থায় ফিরিয়ে আনতে এই সুযোগগুলো কাজে লাগানো উচিত।"

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।