আল নাখালাহর সঙ্গে সাক্ষাতে
ফিলিস্তিনিরা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল-নাখালার সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনিরা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে।
গতকাল বুধবার রাতে তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাখালাহকে বলেন, ফিলিস্তিনি জাতির ১৫ মাসের প্রতিরোধের ফলে বৃহৎ শক্তিগুলোর শ্রেষ্ঠাত্বের মোহ ভেঙে গেছে। কারণ এসব শক্তি নিরাপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর রক্তপাত ঘটিয়েছিল।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে বিজয়ের জন্য ফিলিস্তিনি প্রতিরোধাকামী শক্তি এবং জনগণকে অভিনন্দন জানান এবং সেইসঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের পাশাপাশি প্রতিরোধকামী কমান্ডার ও যোদ্ধা শহীদ হওয়ায় তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জাতির আত্মত্যাগ ইসরাইল এবং তার সমর্থকদের আসল চরিত্র উন্মোচিত করেছে। তারা তাদের অপরাধের জন্য সব সময় লজ্জার দাগ বহন করবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান।
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক নৃশংসতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাস দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক অভিযান চালানোর পর ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল আমেরিকার পূর্ণ সমর্থন এবং সামরিক সহযোগিতা নিয়ে গাজায় রক্তাক্ত হামলা চালায়। কমপক্ষে ৪৮,২৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করার পরও ইসরাইলি বন্দীদের মুক্ত করা এবং হামাসকে নির্মূল করার লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর ইসরাইল অবশেষে যুদ্ধবিরতিতে সই করতে বাধ্য হয়। ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির আওতায় তেল আবিব সরকার হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়।
এছাড়াও, পেজেশকিয়ান তার বক্তব্যে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং তাদের বিরোধকে কাজে লাগানোর শত্রুদের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করে তাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের মধ্যে পার্থক্য দূরে রাখার আহ্বান জানান।পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতি এবং ইসলামী প্রতিরোধের প্রতি ইরানের অটল সমর্থনের কথা আরও নিশ্চিত করেন।#
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।