নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেয়ার আহ্বান
হিজবুল্লাহ নেতাদের দাফন অনুষ্ঠানে ইসরাইলের ‘সন্ত্রাসী আচরণের’ নিন্দা জানাল ইরান
লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাখ লাখ শোকার্ত মানুষের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নেয়ায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনেক নীচু দিয়ে যুদ্ধবিমান চালিয়ে দিয়ে ইসরাইল সন্ত্রাসী আচরণ করার পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।
তিনি সামাজিক মাধ্যম এক্স –এ দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরাইল আজ লাখ লাখ শোকার্ত মানুষকে নিছক ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে আরেকবার নিজের নীচু মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ সাফিউদ্দিন যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় শাহাদাতবরণ করেন। গতকাল (শনিবার) এই দুই মহান নেতার জানাযা ও দাফন অনুষ্ঠানে লেবাননের লাখ লাখ মানুষের পাশাপাশি হাজার হাজার বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। দাফন অনুষ্ঠানটি কার্যত হিজবুল্লাহর শক্তিমত্তা প্রদর্শনের একটি মহড়ায় পরিণত হয়।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার শোকার্ত জনতার উপর দিয়ে অত্যন্ত নীচু যুদ্ধবিমান উড়ানোর পাশাপাশি দক্ষিণ লেবানের তাইর এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।