জনগণের উচিত সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র ভাষণগুলো শোনা: আইরিশ মানবাধিকার কর্মী
'প্রতিরোধের চির-উন্নত শির'; মানবাধিকার কর্মীদের দৃষ্টিতে শহীদ নাসরুল্লাহ
-
প্রতিরোধের চির-উন্নত শির সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ: অস্ট্রেলিয় শিল্পী
পার্স-টুডে- অস্ট্রেলিয়ার একজন ফটোগ্রাফার বা চিত্রশিল্পী সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে 'শত্রুদের মোকাবেলায় অবিচল প্রতিরোধের চির-উন্নত-শিরের প্রতীক' বলে মন্তব্য করেছেন।
অস্ট্রেলিয়ার ওই চিত্র-শিল্পী বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরক্ষায় ও তাদের প্রতি সংহতির পথে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র শাহাদাত এমন এক বিষয় যা পাশ্চাত্য বুঝতে অক্ষম। তিনি বলেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ফটোগ্রাফার আরও বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হিজবুল্লাহ ও বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অশেষ ও গভীর ভালবাসার প্রমাণ।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিন ও গাজার জনগণকে মুক্ত করেছেন: ব্রাজিলের মানবাধিকার কর্মী চিয়াগুয়া

গুয়াদালা ফিলিস্তিনি অধিকার ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের একজন সমর্থক এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরোধীদের একজন। তিনি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র ব্যক্তিত্ব সম্পর্কে বলেছেন: পুরো বিশ্বের জানা উচিত সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র জীবনের ফসল সম্পর্কে এবং তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে, কারণ আমার বিশ্বাস বিশ্বে এমন ব্যক্তিদের সংখ্যা খুব যারা মার্কিন ও ইহুদিবাদী সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জের শিকার করেছেন ও বিজয়ী হয়েছেন। প্রতিরোধের সমর্থক এই ব্রাজিলীয় নাগরিক আরও বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ছিলেন এমন একজন নেতা যিনি ২০০০ সালে ইহুদিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করেছেন এবং ২০০৬ সালে লেবাননে ইসরাইলি হামলাকে নিষ্ফল করেছেন। এ ছাড়াও লেবাননি প্রতিরোধ আন্দোলনের এই নেতা সাম্প্রতিক বছরগুলোতে ছিলেন ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশকারী নেতা। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি জনগণকে গাজার পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছিলেন।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ উপনিবেশবাদীদের বলদর্পিতার মোকাবেলায় প্রতিরোধ করেছেন: আইরিশ মানবাধিকার কর্মী

আয়ারল্যান্ডের মানবাধিকার-কর্মী তায়ি কিইকি বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজ জনগণের সঙ্গে জীবন-যাপন করেছেন, যুদ্ধ করেছেন এবং নিজেকে লেবাননের জনগণের জন্য কুরবানি করেছেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজ সন্তানকে লেবানন, ফিলিস্তিন ও বিশ্বের জনগণকে মুক্ত করার জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে কুণ্ঠা বোধ করেননি। তাঁকে নেলসন ম্যান্ডেলা ও চে'গুয়েভারা মত বিশ্বের বড় বড় বিপ্লবী নেতার সঙ্গে তুলনা করা যায়। বিশ্বের যুব সমাজ ও মুক্তিকামীদের মধ্যে কিভাবে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে আদর্শ হিসেবে তুলে ধরা যায় এমন প্রশ্নের উত্তরে তায়ি কিইকি বলেছেন, জনগণের উচিত সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র ভাষণগুলো শোনা। তাঁর বক্তব্য ও মন্তব্যগুলো পুরোপুরি স্পষ্ট। তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতির বিষয়ে কথা বলতেন। #
পার্সটুডে/এমএএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।