পোলান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
(last modified Tue, 25 Feb 2025 03:47:19 GMT )
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ০৯:৪৭ Asia/Dhaka
  • পোলান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে ‘পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন’ মন্তব্য করায় তেহরানে নিযুক্ত পোলিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভূমধ্যসাগর ও পূর্ব ইউরোপ বিষয়ক মহাপরিচালক ও পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি গতকাল (সোমবার) পোলিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স মারকিন উইলজেককে তলব করেন।

এ সময় হায়দারি ইরানের পক্ষ থেকে মারকিনকে আনুষ্ঠানিক প্রতিবাদের কথা জানিয়ে দেন। এ সময় পোলিশ কূটনীতিক ইরানের প্রতিবাদের কথা দ্রুততম সময়ের মধ্যে ওয়ারশ’কে জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি গত ২০ ফেব্রুয়ারি দাবি করেন, রাশিয়া ও ইরানের পক্ষ থেকে ড্রোন উৎপাদন ও তা ব্যবহার ইউরোপসহ গোটা বিশ্বকে হুমকিগ্রস্ত করে তুলছে।

ইউক্রেনে বিধ্বস্ত একটি সামরিক ড্রোনের ধ্বংসাবশেষ চলতি মাসের গোড়ার দিকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়।  ইউক্রেন ও আমেরিকা দাবি করে, ড্রোনটি ইরানে তৈরি এবং রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কাজে এটি ব্যবহার করেছে। তেহরান ও মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেন থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে আমেরিকায় পাঠানোর কাজে পালিশ পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি সহযোগিতা করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।