ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
https://parstoday.ir/bn/news/event-i147402-ইউক্রেন_যুদ্ধ_বন্ধ_করতে_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদে_প্রস্তাব_পাস
‘দ্রুততম সময়ের মধ্যে’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও মস্কো উভয়ে এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ০৯:৫১ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

‘দ্রুততম সময়ের মধ্যে’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও মস্কো উভয়ে এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে।

সোমবার ১৫ সদস্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ১০-০ ভোটে প্রস্তাবটি পাস হয়। পাঁচ দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের চূড়ান্ত খসড়ায় ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক ও স্লোভেনিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব কড়া কথা লেখা হয়েছিল, ভোটাভুটির আগে তা বাদ দেয়া হয়।

ফ্রান্স ও ব্রিটেন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয়নি। এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তাদের যে কেউ ভেটো দিলে প্রস্তাবটি আটকে যেত।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসেবে দেখছে মস্কো।  ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন অবস্থানকে তিনি গঠনমূলক আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন। 

নেবেনজিয়া বলেন, ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে চেয়েছিল। ইউক্রেন ও তার ইউরোপীয় পৃষ্ঠপোষকরা এখনও কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে চায় বলে তিনি অভিযোগ করেন।  

জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি বলেন, যারা ইউক্রেনে টেকসই শান্তি চান তাদের উচিত কিয়েভের মেয়াদ উত্তীর্ণ সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কো শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তাকে সার্বিক সহযোগিতা করা।

প্রস্তাব পাসের পর এটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডরোথি শেয়া। তিনি বলেন, প্রস্তাবটিকে ইউক্রেন ও রাশিয়াসহ গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত বিনির্মাণে কাজে লাগাতে হবে।#

 পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।