ল্যাভরভের স্পষ্ট বার্তা: রাশিয়ার স্বার্থ রক্ষা করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে
(last modified Wed, 26 Feb 2025 05:12:42 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:১২ Asia/Dhaka
  • ল্যাভরব ও এরদোগান
    ল্যাভরব ও এরদোগান

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত; তবে শান্তি প্রতিষ্ঠার যেকোনো বন্দোবস্তে মস্কোর স্বার্থ রক্ষা করতে হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে তুরস্ক সফরে গিয়ে ল্যাভরভ এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মস্কোর অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করছে, অথচ ইউরোপীয় দেশগুলো যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।  

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার মনোভাব নিয়ে যে কেউ এগিয়ে আসবে তার সঙ্গে আলোচনায় বসতে মস্কোর অসুবিধা নেই; এমনকি যদি সে পক্ষ ইউক্রেন বা ইউরোপও হয়। 

ল্যাভরভ বলেন, কিন্তু আমরা তখনই যুদ্ধ বন্ধ করব যখন আলোচনায় কঠিনভাবে রুশ ফেডারেশনের স্বার্থ রক্ষিত হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। গত সপ্তাহে রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের বৈঠককে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেন সের্গেই ল্যাভরভ। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।