আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
https://parstoday.ir/bn/news/event-i147446-আইন_হাতে_তুলে_না_নেওয়ার_আহ্বান_স্বরাষ্ট্র_উপদেষ্টার
আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৫:৩৩ Asia/Dhaka
  • আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (বুধবার) সকালে সাভারে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এসময় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকার আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'জনগণকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে।'

কিছুদিনের মধ্যেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান জাহাঙ্গীর আলম।

অপকর্মকারীদের একটু বোঝাতে হবে' উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি অস্বীকার করব না যে, ঘটনাগুলো ঘটছে না। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা লোকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। যারা এসব (অপরাধ) করছে, এরা আমাদেরই পোলাপান, ওদের একটু বোঝাতে হবে, যেন অপকর্ম থেকে সরে আসে। আরেকটা বিষয়- আমাদের যে স্ট্যাটিসটিকস আছে, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে।'

দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষি জমি রক্ষায় 'কৃষি জমি সুরক্ষা আইন' করতে যাচ্ছেন তারা।

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো দিক-নির্দেশনা দেওয়া হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।'

সাভারে গার্মেন্টস সেক্টরের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/জিএআর/২৬