যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ২
https://parstoday.ir/bn/news/event-i147520-যুদ্ধবিরতি_লঙ্ঘন_করে_পূর্ব_লেবাননে_ইসরাইলি_ড্রোন_হামলা_নিহত_২
লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি পাইলবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৫:৪৪ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ২

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি পাইলবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) হারমেল শহরের উপকণ্ঠে একটি ট্রাকে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন মাহদি শাহীন নামে একজন হিজবুল্লাহ নেতা। কয়েক ঘণ্টা পর, দক্ষিণ লেবাননের দেইর কানুন আল-নাহের গ্রামের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। সম্ভাব্য হতাহতের পরিমাণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও খবর পাওয়া যায়নি।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র একজন 'গুরুত্বপূর্ণ' সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। লেবাননের কাসর অঞ্চলে ৪৪০০ ইউনিটের একজন গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ নেতার উপর একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছে।"  

এই বিবৃতির কয়েক ঘণ্টা পর ইসরাইলি সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচায় আদরাই দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিলেন ৪৪০০ ইউনিটের নেতা মাহের আলী নাসরেদ্দীন।

প্রায় ১৪ মাস ধরে লেবাননের বিরুদ্ধে হামলায় চালিয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরাইল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পর থেকে, দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছে।#  

পার্সটুডে/এমএআর/২৮