যুদ্ধবিরতির মূল পরিকল্পনা ধরে এগুতে হবে: হামাসের মুখপাত্র
যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের ব্যাপারে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস
গাজা উপত্যকায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের নয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
সংগঠনটি বলেছে, নতুন প্রস্তাব নয় বরং দখলদার সরকারকে যুদ্ধবিরতির মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। হামাস এ ব্যাপারে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল আরাবি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার সংগঠনের এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “ইসরাইলের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করা সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা শুরু করতে ব্যর্থতার পুরো দায়ভার দখলদার সরকারকে নিতে হবে।”
কাসেম বলেন, ইসরাইল এখন যেসব কথাবার্তা বলছে তার উদ্দেশ্য গাজা থেকে বাকি পণবন্দিদের মুক্ত করে আবার এই উপত্যকার ওপর ঝাঁপিয়ে পড়া। কিন্তু তিন পর্যায় ধরে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় একথা ছিল না; বরং সেখানে বলা হয়েছিল, পণবন্দিরা ধাপে ধাপে মুক্তি পাওয়ার পাশাপাশি ইসরাইল পর্যায়ক্রমে গাজা থেকে তার সেনা পুরোপুরি প্রত্যাহার করবে এবং যুদ্ধ স্থায়ীভাবে থেমে যাবে।
হামাসের এই মুখপাত্র গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোকে এ বিষয়টি মেনে নিতে তেল আবিবের ওপর চাপ সৃষ্ট করার আহ্বান জানান।
গাজা উপত্যকায় গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন শুরু হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে গতকাল (শনিবার) মধ্যরাতে ৪২ দিনব্যাপী সে পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২