ফিলিস্তিনের প্রতি সমর্থনে অটল রয়েছে মিশর: প্রধানমন্ত্রী মাদবুলির দাবি
https://parstoday.ir/bn/news/event-i147574-ফিলিস্তিনের_প্রতি_সমর্থনে_অটল_রয়েছে_মিশর_প্রধানমন্ত্রী_মাদবুলির_দাবি
ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থনে ‘অটল’ থাকার কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেছেন, গাজা উপত্যকার পুনঃনির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০২৫ ১০:০০ Asia/Dhaka
  • ফিলিস্তিনের প্রতি সমর্থনে অটল রয়েছে মিশর: প্রধানমন্ত্রী মাদবুলির দাবি

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থনে ‘অটল’ থাকার কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেছেন, গাজা উপত্যকার পুনঃনির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রাজধানী কায়রোয় গতকাল (শনিবার) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ মুস্তফার সঙ্গে এক বৈঠকে মিশরের এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী মাদবুলি।  এ সময় দুই প্রধানমন্ত্রী কীভাবে গাজা উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করেন।

আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দুই প্রধানমন্ত্রী জানান।

বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীকার প্রতিষ্ঠা, বিশেষ করে ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে এবং পূর্ব জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি কায়রোর অবিচল সমর্থন অব্যাহত থাকবে।

গাজা যুদ্ধবিরতির বাকি পর্যায়গুলো বাস্তবায়নের মাধ্যমে এই যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর জন্য মিশর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন মিশরের প্রধানমন্ত্রী।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন চালিয়ে যাওয়ার জন্য মিশরের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মাদ মুস্তফা। তিনি ফিলিস্তিনের প্রতি মিশরের বহু সরকারি-বেসরকারি সংস্থার সাহায্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, গাজা পুনঃনির্মাণের জন্য ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করা হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২