কিছু ‘কপট শক্তির’ একটি বিস্তৃত জোট ইরানের ক্ষতি করতে চায়: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i147612-কিছু_কপট_শক্তির’_একটি_বিস্তৃত_জোট_ইরানের_ক্ষতি_করতে_চায়_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে তার দেশের কোনো শত্রুতা নেই। তবে কিছু ‘কপট শক্তির’ একটি বিস্তৃত জোট ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি এদেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৩, ২০২৫ ০৯:৩৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে তার দেশের কোনো শত্রুতা নেই। তবে কিছু ‘কপট শক্তির’ একটি বিস্তৃত জোট ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি এদেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি গতকাল (রোববার) পবিত্র রমজান মাসের প্রথম দিনের ইফতারির আগে একদল ক্বারী ও হাফেজে কুরআনের সঙ্গে এক বৈঠকে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, আজ ইরানের জনগণকে কাফের বা কপট শক্তির একটি বিশাল ফ্রন্টকে মোকাবিলা করতে হচ্ছে।

অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো সমস্যা নেই উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের বড় শক্তিগুলোই বরং অন্য দেশ ও জাতিগুলোর অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। 

ক্বারী ও হাফেজদের সমাবেশে আয়াতুল্লাহ খামেনেয়ী

আয়াতুল্লাহ খামেনেয়ী নানা ধরনের সামাজিক ব্যাধি কাটিয়ে উঠতে পবিত্র কুরআনের অভূতপূর্ব শক্তির কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যদি পবিত্র কুরআন সঠিকভাবে তেলাওয়াত করা হয় এবং সঠিকভাবে শোনা হয়, তবে সমস্ত  সমস্যার সমাধান করা যেতে পারে।

তিনি বলেন, কুরআন শুধু প্রতিকারই দেয় না, সেইসঙ্গে ঈমানদার ব্যক্তিদের জন্য নির্দেশনা ও প্রেরণাও যোগায়। এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি বলেন, অনেকেই সমাধানের পথ জানে, কিন্তু তাদের অনুপ্রেরণা নেই এবং তাদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক শক্তি তাদেরকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩