গাজায় আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরাইল ও আমেরিকাকে সতর্ক করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i147650-গাজায়_আগ্রাসন_চালানোর_ব্যাপারে_ইসরাইল_ও_আমেরিকাকে_সতর্ক_করল_ইয়েমেন
গাজা উপত্যকার ওপর আবার মার্কিন-সমর্থিত ইসরাইলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ০৯:২১ Asia/Dhaka
  • গাজায় আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরাইল ও আমেরিকাকে সতর্ক করল ইয়েমেন

গাজা উপত্যকার ওপর আবার মার্কিন-সমর্থিত ইসরাইলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আনসারুল্লাহর পলিটব্যুরো নেতা হাজেম আল-আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন, গাজায় আবার আগাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপকভিত্তিক যুদ্ধ শুরু করা হবে।

তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরাইলের যেকোনো হামলায় সহযোগিতা বা তেল আবিবকে রক্ষা করার যেকোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন।

একই ধরনের বক্তব্য দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের অপর নেতা নাসের আল-দিন আমির। তিনি বলেছেন, “আমাদের চোখগুলো গাজা উপত্যকার দিকে এবং আমাদের আঙ্গুলগুলো বন্দুকে ট্রিগারে রয়েছে।”

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ সকল সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি।”

২০২৩ সালের অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করার পরপরই লোহিত সাগরে ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে গাজা যুদ্ধে ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে ইয়েমেন। পরবর্তীতে ওই হামলা শুধু ইসরাইলি জাহাজে সীমাবদ্ধ ছিল না বরং ইহুদিবাদী ইসরাইলের মূল ভূখণ্ড লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এমনকি লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে পর্যন্ত হামলা চালিয়েছে ইয়েমেন। তবে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সব ধরনের হামলা বন্ধ রেখেছে সানা।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।