ল্যাভরভের অভিযোগ
ম্যাকরন রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউরোপীয় মিত্রদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা একটি "হুমকি"।
বুধবার ম্যাকরন রাশিয়াকে "ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি" অভিহিত করে বলেছেন, তিনি জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে ফোনলাপের পর ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করবেন।
জবাবে ল্যাভরভ বৃহস্পতিবার বলেছেন, "অবশ্যই এটি রাশিয়ার বিরুদ্ধে একটি হুমকি। যদি তিনি আমাদেরকে হুমকি হিসেবে দেখেন এবং বলেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা প্রয়োজন কিংবা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন, তবে অবশ্যই তা একটি হুমকি।"
ল্যাভরভ ম্যাকরনকে হিটলার এবং নেপোলিয়নের সাথে তুলনা করে বলেন, যদিও ফরাসি নেতা রাশিয়া জয়ের পরিকল্পনা ঘোষণা করেননি তবে তিনি "স্পষ্টতই একই জিনিস চান"।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, "এখনো এমন কিছু মানুষ আছে যারা নেপোলিয়নের সময়ে ফিরে যেতে চান কিন্তু তারা ভুলে যান যে, তার ক্ষমতার অবসান কীভাবে হয়েছিল।"
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৮১২ সালে রাশিয়া আক্রমণ করেছিলেন কিন্তু রাশিয়ার বিজয়ের মধ্যদিয়ে ছয় মাসের বিধ্বংসী সেই যুদ্ধের অবসান ঘটে।#
পার্সটুডে/এসআই/জিএআর/ ৭