সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কারফিউ ঘোষণা করল সরকার
https://parstoday.ir/bn/news/event-i147768-সিরিয়ার_বিভিন্ন_অঞ্চলে_কারফিউ_ঘোষণা_করল_সরকার
সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণ-সমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০২৫ ১৪:৩৩ Asia/Dhaka
  • সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কারফিউ ঘোষণা করল সরকার

সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণ-সমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তারতুস এবং সমগ্র হোমস প্রদেশে কারফিউ জারি করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত লাতাকিয়ায়ও কারফিউ ঘোষণা করা হয়েছে।

আলাভি এবং শিয়া মুসলিমদের ব্যাপক বিক্ষোভের পর কারফিউ জারি করা হলো। এই দুই সম্প্রদায়ের লোকজন সরকারের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পুনর্গঠনের চেয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দেয়ার অভিযোগ করেছে।

সিরিয়ার সুপ্রিম আলাভি ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে বেসামরিক ঘরবাড়িতে বিমান হামলা এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মতো ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে সিরিয়ার নাগরিকদের সম্পত্তির ক্ষতি করা বা সাম্প্রদায়িক সংঘাতে জড়িত হওয়া থেকে বিরত রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। পশ্চিম সিরিয়ায় সেনাবাহিনীর একাংশ এবং নতুন সরকারে অন্তর্ভুক্ত পশ্চিমা সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে, সিরিয়ার সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস সুলেমান ডাল্লার নামে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রচার করা হয়েছে। এতে সিরিয়ার মুক্তির জন্য সামরিক পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ছদ্মবেশী নিপীড়ন ও স্বৈরাচার থেকে সিরিয়ার জনগণকে মুক্ত করার জন্য তাদের ইচ্ছাকে সমর্থন করার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭