দক্ষিণ সিরিয়ার অধিবাসীরা ইসরাইলি বাহিনীর মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে
https://parstoday.ir/bn/news/event-i147780-দক্ষিণ_সিরিয়ার_অধিবাসীরা_ইসরাইলি_বাহিনীর_মুখোমুখি_হতে_প্রস্তুত_হচ্ছে
দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের স্থানীয় বাসিন্দারা ইসরাইলি সামরিক বাহিনীর অনুপ্রবেশ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০২৫ ১৭:০৪ Asia/Dhaka
  • দক্ষিণ সিরিয়ার অধিবাসীরা ইসরাইলি বাহিনীর মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে

দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের স্থানীয় বাসিন্দারা ইসরাইলি সামরিক বাহিনীর অনুপ্রবেশ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে খবর দিয়েছে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের আল-হারা শহরের বাসিন্দারা দখলদার ইসরাইলি সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের শহর রক্ষা করার জন্য একত্রে সমবেত হয়েছে।

কয়েক ঘন্টা আগে, স্থানীয় কর্মকর্তারা মসজিদের লাউডস্পিকারের মাধ্যমে দখলদারদের মোকাবেলায় সমাবেশ এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন।

ইরনার জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে, ইসরাইলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যকার সীমানা অতিক্রম করেছে এবং দারা ও কুনেইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে।

বিশ্লেষকরা দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের অব্যাহত সামরিক তৎপরতা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের কথা উল্লেখ করে তাদের বর্তমান সামরিক তৎপরতাকে নেতানিয়াহুর ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের অংশ বলে মনে করেন।

তাদের মতে, এটা স্পষ্ট যে নেতানিয়াহু মার্কিন সকার এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে দক্ষিণ লেবানন এবং সিরিয়ায় দখলদারিত্ব বজায় রেখে গাজা এবং পশ্চিম তীরে তার ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।