সিরিয়ার লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর; সংঘর্ষে এ পর্যন্ত ২৫০ জন নিহত
https://parstoday.ir/bn/news/event-i147808-সিরিয়ার_লাতাকিয়ায়_গণহারে_মৃত্যুদণ্ড_কার্যকর_সংঘর্ষে_এ_পর্যন্ত_২৫০_জন_নিহত
পার্সটুডে- যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে খবর পাওয়া গেছ। লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘর্ষের সময় আলাভি সম্প্রদায়ের অন্তত ৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০২৫ ১৩:৫৬ Asia/Dhaka
  • সিরিয়ার লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর; সংঘর্ষে এ পর্যন্ত ২৫০ জন নিহত

পার্সটুডে- যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী লাতাকিয়ায় গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে খবর পাওয়া গেছ। লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘর্ষের সময় আলাভি সম্প্রদায়ের অন্তত ৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সংগঠনটি বলেছে, লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে আশ-শির এবং আল-মুখতারিয়া উপশহরে ৫২ জন তরুণ ও তরুণীকে হত্যা করেছে।

সিরিয়ান অবজারভেটরি আরও জানিয়েছে, শুক্রবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে পাঁচটি পৃথক ঘটনায় ১৬২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গত বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ও অধিকার কর্মীদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি বাড়ির বাইরে বেসামরিক পোশাক পরা বেশ কয়েকটি মৃতদেহকে স্তূপ করে রাখা হয়েছে। কাছাকাছি রক্তের দাগ এবং নারীদের কাঁদতে দেখা গেছে।

অন্য ভিডিওগুলোতে দেখা গেছে, সামরিক পোশাক পরা মানুষেরা কাছ থেকে মানুষকে গুলি করছেন।

সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে আজ শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সিরিয়ার হোমস শহরেও কারফিউ জারি করা হয়েছে।

এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সূত্র বলছে, লাতাকিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সদস্যদের কেউ কেউ নিজ উদ্যোগে পদক্ষেপ নিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে লাতাকিয়া এবং তারতুসসহ পশ্চিম সিরিয়ার জনগণ আহমদ আশ-শারা ওরফে জোলানি নেতৃত্বাধীন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়।#